লুপ্তগতি চপলমতি
ভুল ভাবনার জাদুঘর,
বলছে লোকে অধীর শোকে,
ভুলতে হবে আপন-পর !
এই যে কারা, দিচ্ছে সাড়া
বলছে দাঁড়া, স্বপন-হারা
দেখিয়ে দেব দুধ-সাগর !
পাগল তারা, অন্ধ-পারা,
ভুলেছে সমাজ-স্বদেশ-ঘর ।
এই তো কেমন, আলগা এ মন
হারিয়েছে, যা চেয়েছে ভীষণ !
পরিপাটি ঘর, ভাবনা বিভোর,
মন কেমনের খেলাঘর
আঁস্তাকুড়ে ফেলছে ছুঁড়ে
নিষ্ফল ক্ষোভ তেপান্তর ।
একটি মন্তব্য পোস্ট করুন