জীবন যেখানে - সমীর কুমার বন্দ্যোপাধ্যায়



শহর শুধুই মাটি হারায়

শুধুই আকাশ ছুঁতে চায়

ভেসে যায় মরীচিকায়

আকুল নয়নে পিপাসার জল চায়

সেখানে শুধুই রঙের বাহার,

থেকে থেকে শুধু শব্দের মার

আলোর রোশনাই আড়ালে আঁধার,

গোরস্থানে মাটি চাপা হয় মানবতার।

 

ফিরে যদি যাও সেই অরন্য,

সুর খুঁজে পাবে জীবনের জন্য;

মোহময়ী রাতের আঁধারে

জোনাকিরা ডাকবে যে তোমারে। 

শান্ত নিরালা ভোরের আলোয়

ছোট্ট পাখিদের সুরের মূর্ছনায়

মন যে তখন হারাতে চায়

জীবন খুঁজতে বেরোতে চায়।

 

Post a Comment

নবীনতর পূর্বতন