ও চাঁদ - মহুয়া হাজরা



ও চাঁদ! সামলে রাখো জ্যোৎস্না তোমার

নিভৃতে নিরালায় বড়োই আপন যে তুমি আমার।

নিহারী তব অপরূপ রূপ, এ কি শোভা

করি তব সুধা পান অতি মনোলোভা ।

বিশ্ব চরাচর মাঝে, এক শ্বেত পদ্ম হয়েছে প্রস্ফুটিত

নীল দিগন্তে তুমি স্বমহিমায় বিরাজিত ।

সূর্যের আলোয় আলোকিত, তবুও ভুবনমোহিনী রূপ

পূর্ণিমা নিশীথে দেখা যায় তোমার আসল রূপ ।

পূর্ণ চন্দ্রালোকে মোহিনী মায়াজাল ছেয়েছে প্রান্তরে প্রান্তরে লাগিয়ে মাতন,

বাঁধভাঙা ঐ চাঁদের হাসির ঢল নেমেছে প্রান্তরে প্রান্তরে

ও চাঁদ! রাখব তোমায় লুকিয়ে মোর অন্তরে।

 


Post a Comment

নবীনতর পূর্বতন