অজান্তে অনেকে চুষে নিজ রক্ত - রানা জামান



প্রত্যয়নে ফাঁস লেগে থেমে গেছে নদীর ভাঙন

নদী কেনো ভেঙে নদীতে গহ্বর কে সেই রাক্ষস!

লুডু খেলে কত যে পুড়েছে ভাত জানে শাশুড়ির গালমন্দ

লাঠিম ঘূর্ণনে হাতের তালুতে গর্ত ইতিহাসের

আয়নার পারদ কি উঠে না ইতিহাসের অবয়ব থেকে?

অজান্তে অনেকে নিজ রক্ত চুষে কেটে গেলে আঙ্গুলের ডগা

প্রেমের কবিতা বিরক্তি ধরালে শিং-এর ঝোল উপাদেয়

রহস্য ঘুমায় চিন্তার ফোকড়ে পেত্নীর চুম্বনে

 

বিরতি দৌড়ায় জন থেকে জনে অহোরাত্র

এটা কি বিস্ময় বিবাহের পূর্বে বেবি বাম্প প্রদর্শন!

ফর্মূলায় কিংবা অংকে বিবর্তন শৃগালের কী তাতে!

মৃত্তিকায় সার থাকায় ভক্ষণে মিটে না হে ক্ষিধে!

নন্দনের তত্ত্ব জলোচ্ছ্বাসে খেই হারিয়ে কাদায় ন্যস্তনাবুদ

চন্দ্রকলা ছায়া খেয়ে সুদানের খালে মৃতবৎ

বেলুন যতই বিশাল হোক না আলপিন প্রধান শত্রু

দেদার ক্ষমতা বেলাগাম করে নৈতিকহীনতা

ছলনার চাঁদ ফিকে হতে থাকে শুক্লপক্ষে

 

যে পটল তোলে তার স্বজনের দুঃখ বুঝে উচ্ছিষ্ট খাওয়া কুকুর

সীমানা পেরোলে প্রতিবেলা সীতাহরণ নিশ্চিত

উদয়ের পথে মেঘের দেয়াল থাকে না দিনভর।

 

Post a Comment

নবীনতর পূর্বতন