ঘুমের ভেতর আর এক ঘুম
সংরক্ষিত কিন্তু সুরক্ষিত-
বোধহয় সংশয় পূর্ণ,
রক্ত বাঁধনে উড়ো সংকেত
স্বপ্নকে হত্যা করেছি
হৃদয় নিষ্পিহনের কোন অতলান্ত ছলে,
দহনে নির্বাক মুখরতা
প্রেম আজ তুমি বৃহন্নলা হবে?
ভালোবাসার অবশতম স্নায়ুতে
বাহ্যিক ফোলা ভাব সংকেত দেয়,
কাঠ ফোটা রোদে শ্যাওলা ভেজা মাটি,
রোপন করে তোমাকে আমাকে।
আজ রাত্রি ভোর হোক
শরীরে মিশুক শরীরের গন্ধ।
রাজকীয় ফিসফাস শেষে দেখব
এবার ঠিক কতটা বদনাম হতে হয় ভালোবাসার পূন্যে।
একটি মন্তব্য পোস্ট করুন