ঘোর মেঘে ভাঙল বাঁশীর রাত
পথ - জনপদ ডোমের দুঃখ
বিসর্গ তপস্বিনী রেনেসাঁস
নব তরু যুগের ঋষভ।
উৎস অন্ধকারে ছলছল প্রতীক্ষা
আকাশে জ্বালো লুকোচুরি জোয়ার - ভাঁটা
আমার টান ফেলেছি আমার সুন্দরে
রক্তে সলমা রক্তে বাটিকের কাজ ।
হে বিশ্বকমিউনিস্ট ক্রুশ কুঁড়ি
তোমার তারায় তোমার তাঁতঘরে ওস্তাদি ।
একটি মন্তব্য পোস্ট করুন