ঘুমের কাছে - বদরুদ্দোজা শেখু




বাইরে এখন মুষলধারাদিনের বেলায় রাত্রি

ঘুমের মধ্যে লুটিয়ে পড়ি একটু শান্তি প্রার্থী

হা-হুতাশ আর দুঃখ আর্তি সব যেতে চাই ভুলে

হায়াত-মউতের তোরঙ্গে সব রেখেছি তুলে,

খুলে দেখবার কী-বা প্রয়োজন মনের আনাগোনা

চাওয়া পাওয়ার ঝকমারি আর গন্তব্যের মোহনা

ওসব ধরার তিক্ত বিষয় - জয় পরাজয় ইনাম

সব প'ড়ে থাক পথের বাঁকে প্রশংসা আর সুনাম

অথবা দুর্নাম কি অখ্যাতির প্লানিময় অনুভব,

এখন আমার লক্ষ্য শুধুই শান্তির উৎসব 

ভবসিন্ধুর বিন্দু বিন্দু আয়ুর কালাতিপাত

পরম প্রভুর করুণা হ'লে কাল হবে প্রভাত

বেঁচে থাকলে দেখা যাবে কাজের ফিরিস্তি-ফর্দ

এখন আমি ঘুমের কাছে নিজেকে করি সোপর্দ,

কেউ ডেকো না আমায় তোমরাকেউ ডেকো না কাজে

আমি এখন ঘুমাতে চাই বৃষ্টিমুখর সাঁঝে,

রাত্রি জেগে বই পড়া আর কবিতা লেখার ঝাঁপ

শিল্প-সংস্কৃতির চর্চা সৃষ্টির ক্রিয়াকলাপ

অনেক হলো, এখন তোল নাওয়ের বাদাম তোল –

দু'দিন বাদেই ভুলবে ধরা কে বাঁচলো কে ম'লো।।

 

Post a Comment

নবীনতর পূর্বতন