অর্ধেক পৃথিবী - অশোক বন্দ্যোপাধ্যায়




অর্ধেক পৃথিবী তুমি।

তোমার সান্নিধ্য ছাড়া আমি যে অচল।

এতো দীর্ঘ পথ পেরিয়ে ক্লেশে বা অক্লেশে

নিশ্চিন্তে শান্তিরালয়ে দিব্যি বেঁচে আছি-

সে তো তোমারই দান,তোমারই সৌজন্য।

পৃথিবী বদলেছে কতো বিলম্বিত লয়ে,

সেই একই ধারাপাত পড়ে গেছি সুরে, একই বলা, একই গলা, অভিন্ন হৃদয়ে।

আছো পাশে আছো তুমি আনন্দে বিষাদে

আবৃত্ত দশমিকের অদেখা আবর্তে।

 

হোঁচট খেয়ে রক্ত পাত বিদীর্ণ অন্তরে

সামলে নিয়েছি দুই হাতে শৈবাল ছড়িয়ে।

দূরের ছায়ান্ধকার কুয়াশা চাদরে 

ঢেকে গেছে অস্ত সূর্য দিকচক্রবালে।

আকাশের ধ্রুবতারা পথ দেখিয়েছে

অমাবস্যার চাঁদের মতো অতীব যতনে।

উদ্ভিন্ন যৌবন থেকে পড়ন্ত বেলায়

ধরে থাকো হাতে হাত উন্মুখ মায়ায়।

সব ভুলে যাবো ঠিক গোপন যন্ত্রণা,

আজো রয়েছি জেগে নবীন প্রত্যুষে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন