শালিখ পাখি বললে ডাকি
শোন না চড়াই, বুলবুলি,
ঝগড়াঝাঁটি করবো না আর
দিচ্ছি কথা মন খুলি।
চড়াই বলে ঠিক বলেছিস
ঝগড়া করা ভালো নয়
মিশবি তুই সবার সাথে,
দেখবি মনে আনন্দ কি যে হয়।
শুনেই হাসি শালিখ পাখি
ল্যাজ নেড়ে দেয় কুলকুলি।
স্বভাব পাল্টে আমি নাকি
হু ! সাজবো নাকি বুলবুলি।
বেশ করেছি ঝগড়াই যদি করি,
হচ্ছে তোদের ক্ষতি কি?
শালিখ রেগে বিষম তেজে,
উড়ে বসল রান্নাঘরের চালে।
দূর হয়ে যা সব পাজি, হতচ্ছাড়ি
আমায় বলিস তোরা ঝগড়াটে!
আমার মতো শান্ত স্বভাব
বল! আছে কি কেউ এই তল্লাটে।
একটি মন্তব্য পোস্ট করুন