ভীড় কমেনি।
যারা ব্যস্ত ছিল এখনও ব্যস্তই আছে।
হাসিটা অবশ্য মুখে অভ্যেসবশত।
ওই ভীড়ে আমিও ছিলাম।
রোজই থাকি।
আচমকা একদিন আবির্ভুত হলে চিনতে পারবে না।
ক’দিন সহযাত্রী হতে পারো।
এইসব রোজনামচাতেও অনেকে রোমাঞ্চ
খুঁজে পায়।
একটা দমকা হাওয়া…
মাঝখান থেকে এসে সব কেমন যেন ঘেঁটে দিল।
কথা ছিল ভীড়ের, সঙ্গে চলার।
না, না এখানে হারানোর কোনো সুযোগ নেই।
হারিয়ে যাওয়া এদের অভিধানেই নেই বহুদিন।
এখানে আরো লোভনীয় কিছু করার সুযোগ এরা পায়।
এখানে ওরা একে অন্যকে খুঁজে পায়।
এরা সন্দেহের সিলুএটে মনুষ্যত্বকে চিনতে পারে।
এরা অন্ধকারকে আর ভয় পায় না।
এই ভীড় আজকের নয়।
অনেকগুলো শতাব্দী হল।
এই ভীড় অতীতের, আগামীরও।
একটু এগোতে পারলেই হল।
তুমিও এগোতে চাও? আমার সাথে?
একটি মন্তব্য পোস্ট করুন