ভালো থেকো - সঞ্চালী ভট্টাচার্য



 
তুমি তোমার মত ভালো থাকো

আমি আমার মত ভালো থাকি

নিজেদের এই বাধানিষেধ, অধিকারবোধ

জীবনযাপনের শর্ত, ভালোলাগা মন্দলাগা

সবকিছু থেকে দু'জনে মুক্ত হয়ে

তুমি তোমার মত ভালো থাকো

আমি আমার মত ভালো থাকি।

 

রোজকার টানাপোড়েন স্তব্ধ সময়

বালিশভেজা কান্না, মান অভিমান

সময় আর মনের ক্ষয়, ছন্দপতন

উদাস হওয়ার নিত্য খেসারত,

একটা কাগজে কলমে সমাধান হয়

তাই, তুমি তোমার মত ভালো থাকো

আমি আমার মত ভালো থাকি।

 

অভ্যাসটা ধীরে ধীরে পাল্টে ফেলো

আঁচলের গন্ধমাখা সকাল, চায়ের কাপ

ভেজা তোয়ালে, ডেক্সটপ, গাড়ির চাবি

আমার লেখা, তোমার বই, বেড়ালছানা

এমন কত কি ছড়িয়ে আছে আনাচে কানাচে

মনের কোনটা মুছে ফেলা যাবে না জানি,

তাই, তুমি তোমার মত ভালো থাকো

আর আমি আমার মত ভালো থাকি।

 

আসলে বয়স বাড়ে, বোঝাপড়া কমে

ধৈর্য ভাঙে, সাথে সহ্যশক্তি, কথা কমে

মেনে নেওয়া মানিয়ে নেওয়া সব ম্লান হয়

তখন আর কোনকিছুই জোর করে পাওয়া

আঁকড়ে ধরে বাঁচা, এসব মূল্যহীন লাগে

পাওয়া না পাওয়ার হিসাবের খাতা বন্ধ হয়

তাই তো বলি তুমি তোমার মত ভালো থাকো

আর আমি আমার মত ভালো থাকি।

 

কখনও সময়  পেলে ফিরে দেখো

স্মৃতির পাতায় সব লেখা থাকবে

আর দেখবে তখন দু'জনের কেউ ভালো নেই

মধ্যিখানের বাকিটা সময় বেঁচে থাকার অভিনয়।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন