আবার সূর্য উঠবেই - রাণী সেন

 




আমরা কি এখন অন্ধকার যুগে বাস করছি!

কারোর মুখ কি চোখে পড়ে না আর!

ভালোবাসা সহানুভূতি সব উড়ে গেছে মেঘের আড়ালে!

উঁচু তক্তে বসে থাকা সমাজপতিরা সমাজের

সাদামাটা লোকগুলোর সাথে লুকোচুরি খেলায় মত্ত।

মুখোশের আড়ালে মেকী আলাপচারিতায় করে নানান ছল।

মুখে কৃত্রিম হাসি নিয়ে জনতার মন ভুলিয়ে

ছিটেফোঁটা খুদকুড়ো ছড়িয়ে দেওয়া, আর তাতেই

সাদাসিধে জনগণ ওদের নকল হাসিতে ভুলে ভাবে,

'এইতো আমরা বেশ ভালো আছি'...

ওহে দুর্বল জনগণ, মামা শকুনির পাশার চালে

আর নিজেদের এভাবে বিলিয়ে দিওনা।

একটানে খুলে ফেলে দাও ওদের মুখোশগুলো।

নিজেদের আত্মসম্মান নিয়ে জেগে ওঠো তোমরা,

আবারও মেরুদন্ড সোজা করে উঠে দাঁড়াও।

এবার ছিনিয়ে নাও তোমাদের অধিকার।

সন্ধ্যায় অন্ধকার নেমে এলেও

পরদিন সকালে আকাশ আলো করে আবার সূর্য উঠবে, উঠবেই!

 


Post a Comment

নবীনতর পূর্বতন