আম কুড়ানোর দিন - অগ্নিজিতা চ্যাটার্জী



 

আমার একটা শিশুকাল ছিল

কিছুটা শৈশব উড়ন্ত কৈশোর আর ঝাপসা

হয়ে যাওয়া সবুজাভ ভালোবাসা।

 

কী এক অপাপবিদ্ধ সখ্যতা

বাউণ্ডুলে ধূলিকণার সাথে দুরন্ত বিকেল

প্রতিদিনের কোলাহলে একঝাঁক নিষ্পাপ আনন্দমেলা।

 

কতই না মুগ্ধতার বসবাস

ঢেউতোলা ক্ষেতখামার ধারালো রোদমাখা

সমতল পাথারের বুকে

কুলকুল করে যাওয়া বেনোজলের যাতায়াত।

 

সবই ছিল কিন্তু এখন আর কিছু নেই

জীবনের শুন্যতা আজ যেন এক

খোলামেলা প্রান্তরের

নিঃশব্দ দীর্ঘশ্বাস।

 

হারিয়েছি সেইসব আপনজন

স্বেচ্ছায় হয়েছি পরিত্যক্ত প্রেমিক

এখন আমার আর কোনো গন্তব্যও নেই

আজ আমি এক ছন্নছাড়া অভিশাপ।

 

এখন শুধু খুঁজে ফেরার অবসর

কোথায় সেই জোসনার কোমল আলো

চোরকাঁটার মেঠোপথ

ঝড়জলের ঋতুতে ঋতুতে

আম কুড়ানোর দিন।

 


Post a Comment

নবীনতর পূর্বতন