জীবনে প্রেম এসেছিল -
বসন্তের মধুময় আবহে,
কোকিলের কুহুরবের মাধ্যমে
আবীর রাঙা আবেশের সঙ্গ নিয়ে।
জীবনে প্রেম এসেছিল -
দখিনা হাওয়ার মত
শীতল পরশ শরীরে মেখে,
আমার আবদ্ধ গৃহকোণের আঁধার সরিয়ে।
জীবনে প্রেম এসেছিল -
সুন্দর কোন এক সংলাপে,
স্মৃতিমেদুর আবেগি আলাপে,
শ্রুতিমধুর সঙ্গীতের স্পর্শে এই হৃদয় ভরিয়ে।
ঘনিয়ে এল কালের নিয়ম,
অচিরেই ছন্দপতন ঘটল;
অপাংক্তেয় মন্তব্যে বিদ্ধ হল বুক,
উপরন্তু যোগ হল অসংলগ্ন আচরণ।
কিছু অনৈতিকতা সাধ দিয়েছিল -
ক্ষমতা ছিল না সেসব ভেদ করে
সেই অবাধ্য প্রেমকে জয় করার;
সারল্য সত্তার ঘটেছিল নৈতিক অধঃপতন।
প্রেম আর অ-প্রেমের তাই অর্থ খুঁজিনি আর;
হৃদয় ভেঙে টুকরো হলেও মনটুকু ভাল থাক,
ঐশ্বরিক ভালবাসার অপেক্ষায় জাগ্রত রয়ে যাই;
মন্দবাসার উপাখ্যান আঁধারে হারিয়ে যাক।
একটি মন্তব্য পোস্ট করুন