ভোরের পাখির কাকলি - বিবেক পাল



ঝলমলে আলোকিত রাজপথে ঘুরে ঘুরে

অবশেষে নীরবতা বুকে হাজারো প্রশ্ন রেখে,

মিছিল এসে দাঁড়ায় ময়দানে ।

 

ক্লান্ত চরণ খোঁজে, একটুখানি বিরাম

ঘন কালো মেঘ জমেছে আকাশে,

বজ্র বিদ্যুৎ চমকায় হেমন্তের সাঁঝের আকাশে।

 

বহুদিন পরে দেখা অনেকের সাথে

স্লোগান মুখরিত মিছিলে--

প্রিজন ভ্যান চলে মিছিলের আগে আগে।

 

রাষ্ট্রের কড়া নজরদারি--

স্পর্ধায় মাথা তুলে প্রতিবাদী কন্ঠস্বর,

বাতাসে প্রতিধ্বনি শুনি প্রতিরোধের---

 

"রৌদ্রহীন অতল খাদের ভিতরে কৃষ্ণানবমীর চাঁদের মতো

তাদের শ্রেণীচ্যুত হাড়গুলো শুঁকে শুঁকে

অট্টহাসিতে ফেটে পড়ল সময়-----"

 

যাই যাই করেও যারা যেতে পারেনি

তারাও আজ এসে দাঁড়ায়, প্রত্যাশা নিয়ে,

রাতশেষে ভোরের পাখির কাকলি শুনতে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন