দুই হৃদয়ের নিভৃত গোপন কোনে
তিল তিল করে ভালোবাসা জাল বোনে।
প্রেম এলে মন সহজেই টের পায়
সে কথা সহজ করে বলা কি আর যায়
অচেনা দু'জন দাঁড়িয়ে নদীর দুইটি তীরে
প্রেম চুপিচুপি এসে মিলনের সেতু গড়ে
দু'টি মানুষ যখন পাশাপাশি হেঁটে চলে
শব্দ নয়, তখন নীরবতা কথা বলে
শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে প্রেম ঘর বাঁধে
ভালোবেসে মন আনন্দে কত কাঁদে
মন দেওয়া-নেওয়ার পালা শেষ হলে
চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ চলে
তারপর কত দিন যায় কাটে কত রাত
অধিকারবোধ ধীরে ধীরে তোলে হাত
চলার পথে জমে ব্যথার তিক্ত স্মৃতি
ঝগড়ার দিনে মন ভোলে পরিমিতি
দৈনন্দিন দিনযাপনে যদি প্রেম ক্লিশে হয়
সম্পর্কে বৈচিত্র্য আন হতে দিও না ক্ষয়
ভালোবাসার প্রবাহে বহতা স্রোত আছে
আপন করে তাকে রাখো বুকের কাছে
প্রেম কোন জুয়া অথবা পাগলামি নয়
সে ধ্রুব সত্য, চিরশাশ্বত, বাঙ্ময়।
একটি মন্তব্য পোস্ট করুন