অভিসারী বাতাস - প্রদীপ কুমার সামন্ত



মধুর গন্ধে আকাশ

অভিসারী বাতাস

     পর্দা সরিয়ে, হৃদয় ভরিয়ে

      ছেঁড়া তারে শিহরণ জাগায়

 

জোনাকিরা নেভে জ্বলে

শর্বরী কত কি বলে

      আলোছায়া মুহূর্তে ফেলে যায়

            হতাশার গভীর দীর্ঘশ্বাস

 

ক্লান্ত বকের পাখা

ওড়ায় স্মৃতির খাতা

      প্রতিক্ষণে বিস্ময় অবসাদ

      রঙ মিলান্তি খেলায় সে

      জানে না কি তার অপরাধ

 

রাতচরা পাখির রাতজাগা

স্মৃতি রোমন্থন ভালো লাগা

       ক্ষণে ক্ষণে বাসর জাগার স্বপ্ন

        তাসের ঘরের মতো ভেঙে যায়

 

Post a Comment

নবীনতর পূর্বতন