আমরা কেউ ধ্রুবতারা নই
আমাদের প্রায় সকলেরই অনেক প্রশ্ন আছে,
শুধু উত্তর নেই।
মেয়েটি কেন নির্বাপিত দিনান্তে
গভীর থেকে গভীরতর সমুদ্রের ভিতর চলে গেল?
কোনো প্রেমিকার কাছে সুদকষার অঙ্ক শিখতে পারেনি
বলেই কি ছেলেটি দুর্দান্ত কোনো ইঞ্জিনের আগে
মাথা নত করল? অথবা বরফে সংরক্ষিত মাছের মতো
দু'টি স্হির হয়ে যাওয়া চোখ
অজান্তে সে-ও উপহারে দিতে চেয়েছে ―
তার অর্বাচীন প্রেমিকাকে?
এছাড়া রোজনামচায় পাড়ার চায়ের দোকানে অথবা
দোকানে-বাজারে-ফুটপাথে ― জীবনের নানা ঘেরাটোপে
জড়িয়ে আছে অসংখ্য প্রশ্ন ― উত্তরহীন অজস্র জিজ্ঞাসা।
আমরা কেউ ধ্রুবতারা নই তাই ―
ছড়িয়ে আছি নুড়িপাথরের মতো, অবান্তর জীবনতটে
গাছের পায়ের কাছে পড়ে আছি, বিচ্ছিন্ন শ্যাওলা ঢাকা
শিশিরের আহ্বান অগ্রাহ্য করে।
অজস্র পঙক্তি আমি লিখতে পারি, অসংখ্য শ্লোগান;
তবু আকাশের কাছে আমি ছোট কারণ―
আমরা কেউ ধ্রুবতারা নই।
একটি মন্তব্য পোস্ট করুন