পরাধীন মানব - দীপায়ন নাথ



 

আমি কখনো সূর্য দেখিনি।

উন্মুক্ত কিরণে গা ভেজাইনি আজন্ম।

আমার পায়ে অসহনীয় বেড়ির কালশিটে।

উড্ডীন পেশি সৃষ্টিলগ্ন থেকেই উপড়ানো।

আমি বাহুহীন পঙ্গু মানব!

পরমাত্মা আমাকে অমেরুদণ্ডী বানিয়েছে।

চিরকাল শিখিয়েছে মাথা নুইয়ে চলতে।

জন্মলগ্ন থেকে আমার অধিকার,

ছিনিয়ে নিয়েছে এক আততায়ী।

আমার আত্মাকেও সে বন্দী করেছে,

তার হিংস্র কোটরে।

হাওয়ায় বিচরণশীল ধূলিকণাগুলিও

সেই হিংস্র কারাগারের কয়েদি।

আমি এক প্রাণহন্তার অধীনস্থ ক্রীতদাস।

নিজ-শরীরে, অন্য ইচ্ছায় গড়া

এক পরাধীন মানব।


Post a Comment

নবীনতর পূর্বতন