কেবল এক অসম্ভবের প্রতীক্ষায় আছি।
কলকাতায় বরফ পড়ার নয়; বাড়ির ছাদে
অরোরা বোরিয়ালিস দেখার দুঃসাধ্য কল্পনা নয়,
আমি প্রতীক্ষায় আছি তোমার ফিরে আসার,
অথচ তা সম্ভব নয় জানি।
সম্ভব তো নয় অনেককিছুই।
মৃতদেহ কি জেগে ওঠে কখনো?
সময়ের চাকা কি ঘোরে বিপরীত দিকে?
নিক্ষেপিত বাক্যবাণ কি উৎসে ফিরে এসে
অন্তর্হিত হতে পারে?
তবু আমি এক অসম্ভবের প্রতীক্ষায় আছি।
তুষারযুগের অবসান নয়, বর্ণহীন সমাজের পুনর্জাগরণ নয়,
আমি প্রতীক্ষায় আছি তোমার ফিরে আসার।
একটি মন্তব্য পোস্ট করুন