ভালো আছি - তীর্থঙ্কর সুমিত

 

নিজের বলতে দু'টো শব্দ আছে

ভালো আছি

বড় আপন তারা

গায়ের সাথে আষ্টে-পিষ্টে

কখনো কখনো নিজের অজান্তেই

ফেলে আসা স্মৃতিচারণ বা

অনন্ত যাত্রা একাকিত্বের

সময় - সময় বদলের ঝড়ে

ভালোবাসার স্মৃতিপ্রকাশ ঘটে

অন্তহীন এ পথ একা একা হেঁটে চলে

ভালো আছি শব্দে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন