উঠোন জুড়ে পড়ে আছে সব নিরীহ অভ্যাস
সব ক্লান্তি ভুলে ওরাও ঝিকমিক করছে দেখো
নতুন দিনের স্বপ্ন মেখে সূর্যটাও সেজেছে অপরূপ সাজে
চারিদিকে আর কোন আঁধার নেই
চলো সব সূর্যের কাছে বরণডালা সাজাই
ভেসে আসছে ভোরের আজান, ঘরে ঘরে বেজে উঠছে শঙ্খ
চলো মসজিদে নামাজ পড়ে আর
মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথম দিনের সিঁড়িতে পা রাখি
গান করি সবুজ পৃথিবীর।
একটি মন্তব্য পোস্ট করুন