পথকথা - অমলেন্দু কর্মকার


 

রাতের কুয়াশা পথ ঢেকে রাখে

ঢাকে পথবাতি;

ঢেকেছে গাড়ির আয়না...

 

অচেনা লোকের মুখ ঢাকা থাকে

মুখোশে , কাপড়ে...

যেন উঁকি মারে হায়না।

 

এ পথ আঁধারে চুপি চুপি লেখে

দৈনন্দিন পদধ্বনির কাব্য;

 

ঢাকা পড়ে যায় সব দিনলিপি

পথের ধুলায়,

      পড়েছো কি ?

             ... তা  অশ্রাব্য।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন