হোমকবিতা পথকথা - অমলেন্দু কর্মকার সর্বজয়া পত্রিকা ডিসেম্বর ২৮, ২০২২ 0 রাতের কুয়াশা পথ ঢেকে রাখেঢাকে পথবাতি;ঢেকেছে গাড়ির আয়না... অচেনা লোকের মুখ ঢাকা থাকেমুখোশে , কাপড়ে...যেন উঁকি মারে হায়না। এ পথ আঁধারে চুপি চুপি লেখেদৈনন্দিন পদধ্বনির কাব্য; ঢাকা পড়ে যায় সব দিনলিপিপথের ধুলায়, পড়েছো কি ? ... তা অশ্রাব্য।
একটি মন্তব্য পোস্ট করুন