পাথরে জন্ম নেয় আগুন,
আগুনের রূপ দেখি প্রাণ ভরে,
সিন্ধু অথবা সুমেরীয়-
যেকোনো একটা সভ্যতা আবার যদি
ফিরে আসতে চায় আসুক,
আবারও নতুন করে শুরু হোক-
তোমার-আমার একসাথে পথ চলা।
এখন কোথাও কোনো আয়না দেখি না-
নিজেকে দেখি না বহুদিন,
ব্যবধানের চাদর সবার গায়ে।
সময়-সময় খেলায় অসময়ের প্রবেশ,
নতুন আরেকটা মহাকাব্যের খুব প্রয়োজন-
মানুষ চেনার হাইরোড এখনও অনেকটা বাকি।
একটি মন্তব্য পোস্ট করুন