যখন আমি পুরুষ - ডঃ সুব্রত চৌধুরী

 

রাতের জানালায় যখন অনেক চোখ

তখন আমিও তো দেখি নিষিদ্ধ আকাশ।

আমার পুরুষধর্মে, পৌরুষের চোখে ধরা দেয়



                                 একটুকরো অন্ধকারের নিষ্পাপ সম্ভ্রম -

জ্যোৎস্নায় ভেজা মখমল শাড়ির সে রূপসী।

 

ক্লান্ত ধমনীর উজানের পথ ধরে এসে

উষ্ণতা কড়া নাড়ে হৃদয়ের পান্থশালায় -

নেমে আসে অবাধ্য জোয়ার 

নাছোড় রাতের দুরন্ত ইশারায়।

তখন পুরুষের মতোই আমি মধুকর

ভর করি যৌবনের পাখনায় -

অদেখা ফুলের সৌরভে বুঁদ হয়ে কখন

ঘুমিয়ে পড়ি কল্পনার নিটোল আলিঙ্গনে।

 

ঘুম ভাঙা ভোরের পাখিরা উড়তে চায়

চেটেপুটে খায় দিনের অফুরান আকাশ

স্বপ্নের উড়ান শেষে ফিরে আসে কুটিরে। 

সম্বিত ফিরে পায় ঘুম ভাঙা রাতের পুরুষ

যখন রাত্রি ভুলে ছুটতে চায় জীবনের শকট -

কাঁধে নিয়ে একরাশ শপথের ভার।

জীবন আর জীবিকা কখন হাত ধরে আনমনে...

 


Post a Comment

নবীনতর পূর্বতন