কথা বলবো না বলেই,
চোখ আর জিভে গিঁট পড়েছিল।
হিংসা আর ভালবাসা জোট বেঁধে,
দরজা, জানালার বিপক্ষে দাঁড়ায়।
উভয়পক্ষের কত মিছিল,
লম্বা, চওড়া শব্দের বৃষ্টি।
প্রদীপ হাতে সংখ্যা বরণ,
উভয়ের উন্নয়ন সাগরে,
চলমান জাহাজের মৌসুমী।
ঝুঁকে পড়ে বাঁশগাছ জলে,
আয়নায় দ্যাখে নিজের মুখ।
দু'টো শূন্য জুড়ে,
গড়ে পটল চোখ,
অলিগলি রাজপথ বাড়ী।
বয়স হাত ধরে,
জুড়ে যায় পুরনো ফাটল।
একটি মন্তব্য পোস্ট করুন