মিলনোৎসব - মৌমিতা চ্যাটার্জ্জী



শহরের বুকে উৎসব কোলাহল,

অলিতে-গলিতে আলোর রোশনাই।

ওঠানামা চলে উত্তেজনার পারদে,

একটানা গায় বিসমিল্লার সানাই।

 

আজাদ-মজিদ ভাইয়ের ফুলের সাজির,

মহাষ্টমীর একশো আটটা পদ্ম,

ধর্মক্ষতের একশো আটটা প্রলেপে,

মজুত থাকুক সাম্যবাদের গন্ধ।

 

হুমাইরারা ভাঁজ করে রেখে বোরখা,

লাল পেড়ে, সাদাহলুদ শাড়ীতে মাতে।

শেফালী, রূপালী, নাসিফা, আরফা, ঝুমা,

পার্বনী ফুলে মিলনের মালা গাঁথে।

 

শাঁখের ফুঁ আর যোহরের সুর মিলে,

মানবতা গায় সম্প্রীতির জয়গান।

কে বলে আমরা শত্রু? বন্ধু ন‌ই?

বিভেদ রুখতে লড়ে হারিয়েছি প্রাণ।

 

জাতের আগুনে মৌলবাদ ঘি ঢালে,

ধর্মতাবিজ হাতকড়া বাঁধে হাতে।

শ্রেনীবিভাজন উচ্ছ্বাসে দেয় বাধা,

শ্রীক্ষেত্র কাঁদে, কাবার আর্তনাদে।

 

যুগে যুগে ঐ ধর্মের কাঁটাতারে,

এফোঁড় ওফোঁড় সৌহার্দ্যের মাটি।

অপপ্রচারে ধান পোড়ে, ছাদ ভাঙে,

জাত-‌অজুহাতে ভগবান গুটিসুটি।

 

হিন্দুও নয়, মুসলিমও কেউ নয়।

পারলে বাঁচো মানুষের পরিচয়ে,

সাম্প্রদায়িক বিরোধ-বিবাদ-দাঙ্গা,

জমজম আর গঙ্গায় যাক ধুয়ে।

 


Post a Comment

নবীনতর পূর্বতন