ঐ তো আমার মুগ্ধ বিকেল দাঁড়িয়ে আছে,
ডুব দিয়েছি মৃদু রোদের বনবাদাড়ে;
এক হাত দূরে আমার সাধের স্রোতস্বিনী,
জলছবিতে জন্মভূমির কোলাজ গড়ে।।
কানামাছি খেলতে খেলতে ধুলোর মাঝে,
একটা সোঁদা মেঠো মেঠো গন্ধ এলো;
সামনে আমার নেইকো পাহাড় কে আটকাবে?
ধুলোর মাঝেই পড়ন্ত রোদ পথ দেখাল।।
কেউ কি জানো আর কতদূর সূর্য সদন?
কোথায় গেল আমার বেলি হাসনুহানা?
আমার চোখে সন্ধ্যা প্রদীপ তুলসি তলে,
আমার উঠোন ছড়িয়ে রাখে রাত-বাহানা।।
একটি মন্তব্য পোস্ট করুন