স্বপ্নের ভিতর স্বপ্ন - বন্দনা পাত্র


 

সহসা নদীর মত স্বপ্ন দেখে স্বপ্ন, এ কি উপস্বপ্ন!

হলুদ রঙে ভেজা রাত গভীর হয় রূপবতী চাঁদ নিয়ে

খোলা জানালা নিশিরাতের গল্প বলে সমস্ত আকাশ দিয়ে---

কাঙালিনী রজনী হাত পাতে স্বপ্ন-নদীতে

সময় বুনে চলে রাতের শুভ্রতা,

নিখিল ধরার স্বপ্ন শুভ্রতা ভেদ করে

অবগাহন করে স্বপ্নের ভিতর

সেথা শুধু আঁধার আর আঁধার......।

 

দৃষ্টি যতদূর যায়

অবেলার খেয়ালেরা জলের মত এঁকেবেঁকে

ধূসর নদী এঁকে দেয়....

হরিণ-স্বপ্ন ঘুম থেকে উঠে বসে

কাঙালিনী-রজনীর কাছে প্রশ্ন রাখে

ফাগুন-ফুলের স্বপ্ন কী নদী হয়....?

হলুদ সোনালি রাতের স্বপ্ন

আরও আরও স্বপ্ন দ্যাখে

গভীর আঁধারের ভিতর ,

চঞ্চলা রাত চেতনার স্রোতে

নিখিল-ফাগুন হাওয়ায়-

গাঢ় স্বপ্ন হয় স্বপ্নময়।

 


Post a Comment

নবীনতর পূর্বতন