ঘুম কেড়ে নেওয়া ঢেউ - ডঃ সুব্রত চৌধুরী



এখন সে আর আঁকতে পারে না

পালতোলা নৌকা ভাসা যৌবনের তটিনী -

রং তুলি ক্যানভাসের ড্রয়িংরুমে

কান পাতলে সে এখনও শুনতে পায়

সেদিনের বহমান ঢেউয়ের

আছড়ে পড়ার শব্দ,

তবু আর ছুঁতে পারে না

সেদিনের উত্তাল মনের অববাহিকা -

তার ঘুম কেড়ে এখন আর লুকোয় না

উপচে পড়া সে রূপলেখা নদী।

 

নির্লোভ ঝাপসা চোখ এখন দেখে

অভিজ্ঞতা দিয়ে - এক স্তব্ধ সময়ের ফ্রেমে।

তবে সাবধানে এখনও ভেসে চলেছে

তার অদম্য ইচ্ছের নৌকো -

ধূসর অবচেতনেও সে দেখতে চায় 

ঘুমন্ত নক্ষত্রের গহীনে আলোর রোশনাই। 

তার ইচ্ছে করে আরো একবার আঁকবে

নদীর গর্জনে ফেরা যৌবনের স্রোত -

নির্মম সে স্রোতে ক্ষয়ে যাবে

পাথর হয়ে যাওয়া মনের পেলবতা, 

উঁকি দেবে আদিমতার জীর্ণ জীবাশ্ম

সীমাহীন অবাধ্য ইচ্ছের প্রশ্রয়ে।

আবার একটা ঘুমহীন রাত ছুটবে

অতীত খননের টাইম মেশিনে -

তন্দ্রাহীন সেই একাকীত্বের খেয়ায়

উজানের পথে এক কৃশাঙ্গ মিলবে

মনের জলছবি হয়ে ফুটে ওঠা রূপলেখায়।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন