সাজানো জীবন - অর্পিতা মুখার্জী

  


 

দিনরাত্রি মনে চলে কতই না দোলাচল,

তবুও মন পায় না খুঁজে ক্ষণিক সুখের অতল।

শুরুটা তো হয়েও যেন...হয়নি কিছুতেই,

জীবন শুধু বয়ে যায় অন্যকে সাজাতেই।

আদি থেকে অন্ত শুধু ভুল আর ভুল,

সাজানো জীবন তাই গুনেছে মাসুল।

আলোটুকু ছিল তাই বাঁচার গল্পটা-

শেষ হয়েও মনে হয় হইল না শেষটা।

আবছায়া দিনেতেও চুপিসারে মন,

বুনে চলে দু'চোখে কিছু নির্বাক কথন।

ফিরবে আবার নাহয় আর এক জনম,

সাজাবে আরেকটি বার নতুন জীবন।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন