দিন গুনে যাই - পীযূষ কান্তি সরকার

 


মশার জন্য কত খরচ !!

কয়েল, ভেপারাইজড লিকুইড কত কী! এত উপকরণ সত্ত্বেও তাদের হাত থেকে রেহাই নেই। শেষ পর্যন্ত কিনে আনলাম ইনসেক্ট কিলার ব্যাট। ইলেকট্রিক চার্জ দেওয়া সেই ব্যাট হাতে যখন মহানন্দে মশার বংশ ধ্বংস করছি আর মনে মনে ভাবছি এমন কোনো অস্ত্র পেলে এ-পোড়া দেশের গরীব-গুর্বো-দলিত মেয়েদের ওপর অত্যাচারের উপযুক্ত জবাব এইভাবেই দিতে পারতাম, তখনই দুই বাহুমূলের দংশন জ্বালায় ব্যাট নামিয়ে রাখতে বাধ্য হলাম। দেখি আক্রমণের প্রথম পর্বে যে দুটি মশা ঘরের সিলিংয়ে আশ্রয় নিয়েছিল তারাই হাতের ফাঁক গলে স্বজাতির মৃত্যুর প্রতিশোধ নিল। মৃত্যু নিশ্চিত জেনেও সরোষে কামড় বসিয়ে দিল

 

আমরাই শুধু বিচারের আশায় দিন গুনে যাই

 

Post a Comment

নবীনতর পূর্বতন