শান্তির ভাষা গেছে চলে দূরে
কুহকিনী ঘাড়ে শ্বাস নেয়।
হানাহানি তাই আছে মন জুড়ে
পৃথিবী যে আজ যমালয়।
দম্ভাসুরের ঘাড়ে জোড়ে মাথা
প্রশ্বাসে আঁধি ছুটে যায়।
ডঙ্কা নিনাদ ঝংকারে গাঁথা
উদ্ধত মালা শোভা পায়।
যুক্তির ভাষা মুক্তির আশে
মূক হয়ে ছোটে অজানায়।
তর্কের গলা টিপে নিয়ে আসে
বলিদান হবে দুনিয়ায়।
দুরাচারী আজ রাজে মাথা পরে
স্বৈরাচারীর স্বর্গেতে বাস।
অনাচার আজ সব মন্দিরে
শংকার পূজা বারমাস।
বিষময় বায়ু আকাশেতে ঘসে
কালিমাতে মাখে স্বর্গ।
স্বপ্নের দেব অসুরের রোষে
হিংসার হাতে খড়গ।
মিথ্যারে আজ পূজে রোজ ঘরে
সংসারে লোভ শোভা পায়।
শিশু মনে দ্বেষ পোঁতে ঘরে ঘরে
যাতে হয় তারা বিষময়।
একটি মন্তব্য পোস্ট করুন