দৃষ্টির প্রতিফলন - পাভেল আমান

 



দৃষ্টিতে নিরন্তর বাসা বেঁধেছে

প্রগাঢ় অদৃশ্যমানতা

সবকিছুই ভেসে যাচ্ছে অবিরাম

অচেনা-অজানা সীমানায়

অথর্বে পরিণত মনন প্রবাহ 

ইচ্ছের বাঁধ ভেঙ্গে

পাড়ি দিয়েছে সুদূর ঠিকানায়

অপারগ চেতনার শাখা-প্রশাখায়

এক অদ্ভুত নির্লিপ্তি

মুহূর্তেই বিলীন যতসব পরিপূর্ণতা

প্রচেষ্টার গলিপথে

গজিয়েছে নানান আগাছার সারি

তবুও জাগরণের দুর্বার আশায় 

অনুভূতির নড়াচড়া

পড়ন্ত বিকেলের নরম প্রহরে

একটু জিরানোর অবকাশে

মেলেছি দৃষ্টির প্রসারতা

অস্পষ্ট আলোকে ভাসমান

অপসৃয়মান সরণিতে ঘটনার জাগরণ বারংবার

জরুরী বার্তার প্রতিফলন

 


Post a Comment

নবীনতর পূর্বতন