রাত্রিশেষে - সায়ন মান্না


 

- "আকাশের চাঁদটা বেশ সুন্দর তাই না?"

- "হুম, ঠিক তোমারই মত।"

- "আচ্ছা? তাই বুঝি?"

- "উহম না, তুমি হয়তো তার থেকেও বেশি সুন্দর।"

- "সেই, হয়েছে হয়েছে, আর মাখন লাগাতে হবে না।"

-" আমি মিথ্যে বলছি না কিন্তু।"

-" না বলছো!"

- "আচ্ছা, শোনো, এখনও অব্দি আমার সাথে কাটানো তোমার সবথেকে প্রিয় স্মৃতিটুকু আমায় জানাবে? আমি শুনতাম।"

- "উম, তোমার সাথে কাটানো প্রত্যেকদিন।"

- "হম, আচ্ছা।"

- "ভালোবাসো এখনও আমায়?"

- "না ভালোবাসলে কি আজ একসাথে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম?" কথাটা শেষ করে মধ্যবয়স্ক আঁটোসাঁটো চেহারার ছেলেটা আটতলা উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে নীচের দিকে একবার উঁকি মেরে তার শান্ত দু'হাত ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলে - "আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে এবার নীচে।"

- "কেন?"

- "থাক, মনে করতে হবে না।" কথাটা শেষ করতে না করতেই জোরালো এক টর্চের আলো তাদের গায়ের ওপর এসে পড়ল। কিন্তু যে টর্চ হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো, সে তো কাউকে দেখতে পেলো না!

 

চিত্র সৌজন্যঃ আন্তরজাল থেকে সংগৃহীত 

Post a Comment

নবীনতর পূর্বতন