রাত্রি - প্রসেনজিৎ মান্ডী



রাত্রির অন্ধকারে জেগেআমরা 

দুর্বিপাকে সবাই-

কোলাহল হীন নিঝুম নিথর 

গুঞ্জনরত আমরা কজন।

 

যেতে হবে বহুদূর - বহু ক্রোশ-

পুঞ্জিভূত প্রাণ - আবেগে উজ্জীবিত

বেজে উঠলো সাইরেনের ঘন্টা ,

এবার - হবে যেতে। এক পা - দু পা-

অন্ধকারের- পথে এগোচ্ছিআমরা কজন

একগুচ্ছ অন্ধকারেশুভ্রতা ভরা -

আগন্তুক গাড়ি

দিতে হবে বহুদূর - পাড়ি।

 

অন্ধকারও স্বাগত জানায় -

কুকুরের ডাকে!

ধূসর এই রাত্রিমুখ ঢাকে।

আসবে উজ্জ্বল - স্বপ্নময় - সকাল এক,

ধূসর নিস্প্রাণ এই রাত্রি শেষে।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন