ঝাপসা চোখে আকাশের দিকে তাকাই
উড়ে যাচ্ছে মেঘ, গল্পের ছেঁড়া খাওয়া পাতারা।
যেভাবে ছেড়ে যায় প্রাণ, মায়ানদী
শীতঘুম, মিঠেরোদ, অলীকবুনন।
কিছু ধূসর পালক শূন্যে ভাসছে ,
কারো কারোর স্বপ্নের মতন রঙহীন
ঝরে যাওয়া পাতার স্তুপে জ্বলছে মশাল,
শীতের নিঝুম দুপুর শুনছে আর্তনাদ।
কাটা ঘুড়ির গলিপথ ধ'রে এগিয়ে যাই
নীচু বাড়ির চৌকাঠ পেরিয়ে থামি;
বুর্জোয়া দেখনদারীর দেওয়ালে স্মিতহাসি
কাদের কান্নাজলে ভিজে যাচ্ছে উঠোন।
অতলের কাছে কান পাতি,
মধ্যবর্তী ব্যবধান জুড়ে উড়ে যায়
একজন্ম ঋণ,
আবারও শঙ্খনাদ, নতুন জন্মদিন।
একটি মন্তব্য পোস্ট করুন