সাধের স্বপ্নসিন্দুক –
নগ্নভাবে বাজারে বিক্রি হচ্ছে,
ধারও পাওয়া যাচ্ছে,
বিনিময়ে বন্ধক রাখতে হচ্ছে –
সংস্কৃতি ও সু-শিক্ষা।
লোভ সুড়সুড়ি দেয়,
আরও পাওয়ার আশায়–
মিথ্যার পেছনে ছুটি,
ব্যাভিচারের রোশনাইয়ে হাততালি কুড়াই।
আচরণ দেখে–
পূর্বসূরিরা লজ্জায় মুখ ঢাকে,
আশীর্বাদের হাত নেমে আসে নিচে…
মুখোশের হাঁসফাঁসানি –
ধপাস করে কাদায়।
অবহেলা আর অসম্মান,
চারিদিকে খরা, জল নেই কোথাও।
ভুলের ক্ষমা নেই,
কৈফিয়ত দিতে চাইলে –
শুনেও শোনে না কেউ,
সবার মুখে কুলুপ আটা।
পেছন ফিরে তাকায় –
স্মৃতিগুলো মনে পড়ে না...
একটি মন্তব্য পোস্ট করুন