কেউ কখনো কি চায় অবসর নিতে?
সাজিয়ে রেখেছ সমস্ত উপাচার;
যতদূর জানি তোমারও নেইকো সায়,
নিয়ম গেরোয় বিষন্ন অভিসার।।
তুমি আজ দূরে মনে মনে ভাবি কাছে,
ছিঁড়ে ছিঁড়ে গেছি ভিতরে রক্তপাত;
আমার আগামী স্পর্ধার সিঁড়ি বেয়ে,
তোমাকে শোনাবে অশ্রুত সন্তাপ।।
যদি কিছু রাগ খুনসুটি হয়ে থাকে,
শালীন শব্দে ভরে নিও অভিধান;
আমি চিঠি দেব আগুনের বন্ধুকে,
তামসী রাতকে করে দেব অবসান।।
তুমি আমি আজ এক পাড়াতেই আছি,
হৃদয় জমিনে যদি আসে আলো চোর;
আমার পাখিরা সূর্যকে ডেকে নিয়ে,
তোমাকে দেখাবে এক ফুটন্ত ভোর।।
বিদায় হলেও একটি জগৎ থাকে,
পুরনো বন্ধু পুরনো দিনের গান;
আমার নদীও তোমার মোহনাগামী,
ভিতরে লিখেছি আবছায়া অভিমান।।
যে পাখিটি আজ দ্বিধা আর সংশয়ে,
ঠোঁটে লিখে গেল শুকনো স্রোতস্বিনী;
আমিও দেখছি তুমিও দেখছ তীরে,
আজ নয়, তুমি কাল থেকে প্রাক্তনী।।
একটি মন্তব্য পোস্ট করুন