কতো গান শোনা হয়নি
পড়া হয়নি কতো বই
কতো না বলা কথা
হয়ে ওঠেনি একান্ত মুহুর্ত
তবু একটা শ্রাবণ ফিসফিস কথা বলে
ঝরা পাতাদের উড়িয়ে দিয়ে
একটা বসন্ত জ্বেলে দেয় কৃষ্ণচূড়া আগুন।
জানি - সব কুঁড়ি ফোটে না ফুল হয়ে
তবু জোনাকি মন পাহারা দেয় অন্ধকার প্রান্তর
আর এঁকে যায় মোহমুদ্রা।
এসো, ফাগুনরাতের গান শুনি
আর একসঙ্গে পড়ি প্রথম বিরহের কবিতা।
একটি মন্তব্য পোস্ট করুন