নিজেকে গুটিয়ে রাখি শামুকের খোলে
জীবনযন্ত্রণা আর সইতে পারি না,
গ্রীষ্মের তীব্র দাবানল তবু সওয়া যায়
কিন্তু এই রক্তচক্ষু –!
চারদিকে শুধু আগুন আগুন ,
সবাইকে দমিয়ে রাখার একটা চোরাস্রোত চলছে, নীরবে!
দমবন্ধ ধোঁয়াটে পরিবেশে ক'দিন বাঁচা যায় বল?
কাঠির নাচন সুতায় নাচতে নাচতে হাঁপিয়ে উঠেছি
বড্ড অসহায় মনে হয়।
এই তীব্র আগুন ভেতরে ভেতরে পুড়ে ছাই করে
তবু বাহিরটা যেন,
সোনা জলে ধোয়া –।
একটি মন্তব্য পোস্ট করুন