আর্শিতে দেখা জীবন - শেখ আব্বাস উদ্দিন

 

অনুশোচনা ছাড়া জীবনসে আবার হয় নাকি!

একঘেয়ে কালো মেঘের মতো দুঃখবোধ

সে তো জীবনেরই আর্তি,

ঘনিষ্ঠ নির্যাস;

কত নক্ষত্রপতনের শব্দ

মেখে এ জীবন দীর্ঘতা প্রাপ্ত হয়

ভালোবাসা প্রেমঘৃণাঅবিশ্বাসঅনুশোচনা

এসবই এক একটি ইঁটের মত

স্নেহ মায়ার কংক্রিট দিয়েআত্মবিশ্বাসের

সিমেন্ট দিয়ে নির্মিত হয় জীবন

দিনরাত্রির যাপন শেষে একদিন

খসে পড়ে পলেস্তরা,

তখন শুধুই বিষন্নতাঅস্থিরতা;

ক্ষুধাঘৃণা মোহ-মায়া

ভালোবাসাপ্রেমস্নেহদুঃখবোধ আর চেতনার

ঘনিষ্ঠ সংলাপই জীবন;

রক্তমাংসের ইমারতে অনুভূতিগুলো

এক একটা ঘুলঘুলির মতন,

সেই ঘুলঘুলি পথে জীবনকে আকাশ দেখতে হয়,

অন্ধকার দেখায়আলো দেখায় আর দেখায়

বৈভব ও বৈভবহীনতার বৈপরীত্য,

প্রিয় জীবন ও জীবনের যন্ত্রণাকাতর মুখ,

সম্পর্কের অসারতাঅসুস্থ সম্পর্কের ইতিকথা,

মৃত্যুর সাথে আলাপচারিতায় এই জীবন একদিন

অবসর যাপনে যেতে চেয়ে অস্থির হয়ে ওঠে

পরকাল নামের একটি নির্জন সমুদ্রতীরে

নৈশব্দের বুকে অভিমানি হিম জমে

যে নির্জন উপত্যকা তৈরি হয়

সে তো আমাদের জীবনের খেলাঘর

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন