শাশ্বত ঋতুচক্র-বক্রাকার কায়া যাত্রা - মিষ্টু মিস্ত্রী


গ্রীষ্মে টুপি - ছাতার ছাউনি থাকে,

বর্ষায় বর্ষাতি থাকে,

শরতে কাশ-শিউলির শুভ্র-স্নিগ্ধ সুবাস থাকে,

হেমন্তে হিমেল হিমের পরশ থাকে,

শীতে উষ্ণ চাদরের উষ্ণতা থাকে,

বসন্তে কোকিলের কুহুতান থাকে।

অথবা যেমন খোলসের আবরণে মুক্ত লুকিয়ে থাকে,

তেমন তোমার আড়ালে আমি চিরপ্রণয়িনী রইব চিরকাল।

সূর্যের আলোয় তারা-নক্ষত্ররাও থাকে,

তেমনই খুঁজে নিও আমায়আমি আছি তোমার মণিকোঠার অন্তরালে

আমি রয়েছি গ্রীষ্মের কৃষ্ণচূড়ার লালাভ বর্ণে,

অথবা কাঠগোলাপের ওই কিঞ্চিৎ হরিদ্রা বর্ণে

আমি রয়েছি বর্ষার ক্ষণিকের রঙিন রংধনুতে,

অথবা পড়ে থাকা ওই কদম ফুলেতে

আমি রয়েছি নীল নীলিমায় পেঁজা তুলোর ন্যায় জীমূতে,

অথবা গাঙচিল-সারসের যূথে

আমি রয়েছি ঘাসের ডগায় শিশির বিন্দুতে,

অথবা বিলুপ্তপ্রায় রাজ অশোকে

আমি রয়েছি শীতের ধোঁয়াশায়,

অথবা বরফের শীতলতায়-পূর্ণ শশীর তলে শিবিরাগ্নির সাদর উষ্ণতায়

আমি রয়েছি বসন্তের আবিরের কেতনে,

অথবা মৃত্তিকা চুম্বী শিমূল প্রসূনে

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন