সেই সেটুকু আক্ষরিক আক্ষেপ
দু'চোখ ভরে তেমন দেখতে না পাওয়া,
আলুথালু বিপন্ন সোহাগের সুচারুহীন
একরাশ বিক্ষিপ্ত চুলের মাতন
উন্নাসিক চিতে নিমগ্নের বাঁশি হয়ে ওঠে,
শন শন শব্দের শূন্যতা আঁকা বিভূঁই দুপুর
অচেনার মত পরিচয়টুকু উবে যায়-
দূর দিগন্ত হয়ে চেয়ে থাকা সে মগন
কি দিয়ে যায় এ বসন্ত মনে, আনমনে?
এদিকে চায় চেনা শব্দের দৃষ্টিতে
যেদিকে অশরীরী সম্পর্ক খিল খিল হাসে
সদ্য যৌবন মত্ত নিম হেতালের শাখে,
যে চাওয়া অনীস্পিত লঘু অধ্যায় মত
এক টুকরে প্রলাপ বিগলিত রঙ
নীরব শিমূলে লাল ললিত রাগে মেশে।
একটি মন্তব্য পোস্ট করুন