আমরা এখন রাজা তাই, সূর্যকে পশ্চিমে
উঠতে হবে নিদান দিলাম
পূর্বে হবে শেষবেলা।
আমরা এখন রাজা তাই, বৃষ্টি হবে বারোমাস
গ্রীষ্ম থাকবে স্মৃতির ভিতর
ফুটবে না ফুল বসন্তে।
আমরা এখন রাজা তাই, সন্ধ্যা হবে ভোরবেলা
শিউলি গাছে বকুল ফুটবে
চিন্তা করলে কানমলা।
আমরা এখন রাজা তাই, ইতিহাস অর্থহীন
ক্ষুধার জ্বালা বললে চাবুক
প্রবঞ্চণায় পুণ্যিবান।
আমরা এখন রাজা তাই, যা বলব তাই বাতাসা
যে পারবে সে কুড়াক মজা
অন্যে ভুলুক বাপের নাম।
আমরা এখধ রাজা তাই, যা বলব তা বাসমতী
অবিশ্বাসীর পুঁইমাচাতে
ঘর বেঁধেছে ঈশ্বরী।
আমরা এখন রাজা তাই, যা ইচ্ছে তা খুঁজবে না
যা দেব তা হাতে পেলে
ভাববে পেলে স্বর্গটা।
একটি মন্তব্য পোস্ট করুন