অন্তহীন ঘুম - প্রসেনজিৎ মান্ডী

 


ভ্যাপসা গরমে জীবন ওষ্ঠাগত

বিরামহীন চোখে নেমেছে ক্লান্তি।

আমার শরীর বেয়ে নিদারুণ সুস্থির অস্থিরতা,

সন্ধ্যের আগে উত্তাপ অনুভবে

ব্যাকুলতা ছড়িয়েছে - জ্বালাময়।

তবুও তো বৃষ্টি নামে তৃষ্ণার্ত পৃথিবীর বুকে,

ঠাণ্ডা হয় প্রাণের আগুন।

 

কলকলিয়ে হেঁটে চলা মানুষের ঢল - দুর্বার -

দিনের শুরু থেকে শেষ প্রান্তে,

পিচ মোড়া, ঢালাই কিংবা শক্ত পাথরের পথের ওপর জীবনের স্রোত,

কতশত আবেগে পরিবারের বোঝা পিঠে বয়ে নিয়ে চলে নিরন্ন ক্লান্তিময় শরীর।

 

তবুও তো মেঘের বুকে হাত রেখে জমে ওঠা অভিমানে,

ভিজে যায় পরিশ্রান্ত ঘামে, কলেবর।

চিরনিদ্রায় বিনিদ্র রাত জাগা-নিশাচর, জেগে।

আসে না কেন? - অন্তহীন ঘুম।

- সমগ্র শরীর জুড়ে!

Post a Comment

নবীনতর পূর্বতন