সূর্যটা পুড়ে পুড়ে
ছাই হয়ে গেলে —
অমানিশা আসবেই।
আমি কিন্তু একবারও
চাঁদনীকে চাইবো না।
হয়তো দখিন হাওয়া
মনের প্রান্ত ছুঁয়ে —
ভেসে যাবে দূর-বহুদূর
আমার ক্লান্তি তবু
কিছুতেই হবে না সুদূর।
হয়তো আমার এই
সুদূর পিয়াসী মন —
মাঝে মাঝে হবে তৃষাতুর,
উঠবেই ঝড় বেসামাল।
বৃষ্টি নামার আগে।
পাখিরাও ব্যস্ত হবে
ফিরে যেতে আপন কুলায়।
আমি কিন্তু একটুও—
অশান্ত হবো না তখনও,
তবুও খুঁজব না জেনো—
অন্য কোনও বন্দর - সৈকত।
জেনো আমি যাব না কোথাও
যদি, - - - - - - - - যদি থাকো
আমার এই হৃদয় মাঝারে,
চাঁদ - - - হাওয়া - - - সমুদ্দুর - -
আকাশ আর অপার আশ্রয়—
সব, সব আমি পেয়ে যাব
তোমার অথৈ চোখে।
তাইতো, - - তুমি ছাড়া কিছুতেই
আমার আর নেই প্রয়োজন।।
একটি মন্তব্য পোস্ট করুন