ফ্লাশ লাইট - সুজাতা দাস


     অপেক্ষায় থাকা শব্দেরা,

অপেক্ষা শেষে ভাঙতে থাকে নীরবে

              তারপর –

তারপর, সেই শব্দতরঙ্গের খেলায় 

         হারতে থাকে আত্মদর্শন,

     সৃষ্টি হয় এক অগ্নি-বলয়ের,  

           যেখানে শুদ্ধ হয়

  এলোমেলো হয়ে পড়া শব্দগুলো।

ঊর্ণাজালে আটকে পড়া পতঙ্গের মতো, 

শব্দগুলো প্রতিবন্ধকতা কাটাতে,

একটু একটু করে গ্রাস করে

কবির হৃদয় ও মস্তিষ্কের অনুভূতিকে।

              সৃষ্টি হয় –

     সৃষ্টি হয় কবির কলমে

শূণ‍্যতার মাঝে এক নতুন নব্যতা,

  যার কলধ্বনি শোনা যাবে  

           আসমুদ্র হিমাচল।

  যা হয়তো অনেক পাঠকের হৃদয়কে দুলিয়ে নিয়ে

 ছুটে চলবে অজানা    

            কোনও আনন্দে,

             আর সৃষ্টিকার –

     ফ্লালাইটের ঝলকানি আর

  প্রচুর করতালির মাঝেও নির্বিকার,

       হয়তো নিজেকে নতুন করে

           চিনতে চেষ্টা করবে।

Post a Comment

নবীনতর পূর্বতন