পানকৌড়ি ডুব দেখব বলে,
শাপলা ফোটা দীঘির জলে;
যাই দুপুরে রোজ,
ঝিরঝিরি ঝির বইলে হাওয়া
লাগতো সবই স্বপ্ন ছাওয়া
দিত সুখের ভোজ!
স্বচ্ছ জলে ঢেউয়ের দোলা,
রোদের কিরণ পড়তো খোলা!
হাসতো ঝিকিমিকি,
মাছরাঙাটি গাছের ডালে,
ঝুপ করে মাছ নিত গালে;
ভুল হতো না সিকি।
শান বাঁধানো ঘাটের পরে,
বসে থাকি চুপটি করে
দেখি মাছের খেলা,
মাছগুলো সব ঝাঁকে ঝাঁকে
ভাসতে থাকে ঢেউয়ের বাঁকে!
আনন্দ দেয় মেলা!
দু'চোখ মেলে চাইলে দূরে,
সবুজ ফসল মাঠটি জুড়ে
ইশারাতে ডাকে,
আকাশের ঐ মেঘের ভেলা,
নীল মেখে রঙ করতো খেলা
দৃষ্টি ধরে রাখে!
টানতো এসব গাঁয়ে গেলে,
চাইতাম আমি দু'চোখ মেলে
হয় না গাঁয়ে যাওয়া,
ঝলসানি দেয় স্মৃতির পাতা,
উল্টালে সুখ দোলায় মাথা!
ছিলই পরম পাওয়া।
একটি মন্তব্য পোস্ট করুন