কত দিনের কষ্ট করলে
এক নিমেষেই পণ্ড!
টুকরো সুখের খণ্ড ক'টি
কেন আঁকড়ে ধরলে!!
যেত না হয় আরও হাজার রাত,
কিংবা হত কয়েক বছর পার,
ধরলে কেন নিমেষ শূন্যসার--
হঠাৎ ক্ষণিক সুখে কেন মাতলে অকস্মাৎ?
এমনি করে যায় না কিছুই পাওয়া,
বুকে না হয় ছলছলাত নদী,
বাঁধভাঙা দুখ করত না হয় ধাওয়া--
দুখেই না হয় কাটত নিরবধি।
শ্রাবণ সাথে ধারাপাতে
আনত কিছু সুর,
মনখারাপি হত বুকে
ঠিক স্মৃতিবিধুর।
যেটুক সময় লাগে সেটুক
দেওয়াই ছিল ঠিক,
অবশেষের সুখের আশায়
ভুললে দিকবিদিক!
একটি মন্তব্য পোস্ট করুন